কিয়েভে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে প্রত্যাহারের নির্দেশ ইউক্রেনের

এবার ইরান ভীষণ চটেছে ইউক্রেন। শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় কিয়েভে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে।

একই সঙ্গে ইরানকে কিয়েভ থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করতে বলা হয়েছে। খবর আনাদোলুর।

ইউক্রেনে হামলায় রুশ বাহিনী ইরানের নির্মিত ড্রোন ব্যবহার করছে দাবি করে কিয়েভ ইরানের ওপর এভাবে চটেছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, রাশিয়ার সেনাবাহিনী যে ইউক্রেনে হামলায় ইরানি ড্রোন ব্যবহার করছে— এ ব্যাপারে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।

কিয়েভ বলেছে, ইউক্রেনের স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডে রাশিয়াকে সহযোগিতা করা এবং ইউক্রেনের সাধারণ মানুষকে হত্যা করার কাজে ইরানের ড্রোন ব্যবহার করার জন্য তেহরানকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

সন্ত্রাসী হামলায় নিহত হাইতির প্রেসিডেন্ট

আনসারুল হক

কুমিল্লার ঘটনার জের, ত্রিপুরায় মুসলিম অঞ্চলগুলোতে উত্তেজনা

আনসারুল হক

হোয়াইট হাউসের প্রেসসচিব করোনায় আক্রান্ত

আনসারুল হক