কুয়েতের নতুন যুবরাজ হিসেবে শপথ নিয়েছেন শেখ মেশাল আল আহমাদ আল সাবাহ। তিনি সাবেক নিরাপত্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে নতুন যুবরাজ হিসেবে শেখ মেশালের পক্ষে ভোট সম্পন্ন হয়।
ভোট শেষ হওয়ার পরপর শেখ মেশাল পার্লামেন্টে প্রবেশ করেন। সেখানে তিনি নতুন আমির শেখ নওয়াফ আল আহমাদ আল সাবাহর সামনে শপথ গ্রহণ করেন।
এর আগে বুধবার দেশটির নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ নতুন যুবরাজ হিসেবে শেখ মেশালকে মনোনীত করেন।
আরব নিউজ জানিয়েছে, কুয়েতের নতুন আমির ও যুবরাজ প্রয়াত আমিরের ভাই। মৃত আমিরের ৮০ বছর বয়সী ভাই শেখ মেশাল ২০০৪ সালে ন্যাশনাল গার্ডের উপপ্রধান হওয়ার আগে ১৩ বছর ধরে দেশটির নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।