কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

কভিড-১৯ মহামারির কারণে উপসাগরীয় দেশ কুয়েতে ছুটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য এবার খুশির সংবাদ দিয়েছে দেশটি। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত অনলাইনে আকামা নবায়নের সুযোগ দেবে দেশটির সরকার।

কুয়েতের মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের বরাত দিয়ে সোমবার স্থানীয় গণমাধ্যম আরব টাইমস এ খবর জানিয়েছে।

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যে সকল অভিবাসীরা দেশে অবস্থান করছেন, তারা আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত অন লাইনে আকামা নবায়নের সুযোগ পাবেন। এতে স্বস্থির নিঃশ্বাস ফেলছেন দেশে ছুটিতে থাকা অভিবাসীরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, করোনা ভাইরাসের কারণে ৬ মাস বা তার বেশি সময় ধরে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য আকামা নবায়নের সিদ্ধান্ত বাতিল হয়নি। বৈধ আকামা থাকাবস্থায় সেটি অন লাইনের মাধ্যমে নবায়নের ব্যবস্থা রাখা হয়েছে।

এতে দেশে ছুটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা কুয়েত সরকারের এ সিদ্ধান্তের প্রশংসা করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

হোয়াইট হাউজের সামনে সুরক্ষার দাবিতে সংখ্যালঘুদের ৩২টি সংগঠনের বিক্ষোভ

নূর নিউজ

এখন থেকে প্রেরিত অর্থের ২.৫ শতাংশ প্রণোদনা পাবেন প্রবাসীরা

নূর নিউজ

কাতারে বাংলাদেশ স্কুল ও কলেজের অভিভাকক পরিষদের নির্বাচন সম্পন্ন

নূর নিউজ