কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত আন্দালিব রহমান পার্থ

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় করাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

মঙ্গলবার ৩টা ২০মিনিটে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী এমরান হোসেন।

এরআগে শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত-১৫ জামিনের আদেশ দেন।

গত ২৫ জুলাই একই মামলায় আন্দালিভ রহমান পার্থের পাঁচ এবং ৩০ জুলাই তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ২ আগস্ট রিমান্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৮ জুলাই সেতু ভবনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। মামলায় সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে বাদী উল্লেখ করেন। পরে ২৪ জুলাই দিবাগত রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালিভ রহমান পার্থকে আটক করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা

নূর নিউজ

কাশ্মীরে ভারতীয় কর্ণেল এবং মেজর নিহত

নূর নিউজ

বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে সিলেট, ঘর বাড়িতে ঢুকছে পানি

নূর নিউজ