আন্তর্জাতিক কেরাত সম্মেলনে অংশ নিতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা’র (ইক্বরা) প্রেসিডেন্ট ও ‘মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ’র পরিচালক বিশ্বখ্যাত কারী শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী।
শুক্রবার বিকেলে শায়খ আযহারী নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ২৬ ঘণ্টার দীর্ঘ সফর শেষে এখন তিনি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অবস্থান করছেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ‘আল মাদিনা ফাউন্ডেশন’ আয়োজিত একধিক কিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী। এ লক্ষ্যে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ঢাকা ত্যাগ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় শুক্রবার (৯ সেপ্টেম্বর) মিয়ামি থেকে মহতী এ কিরাত মাহফিল শুরু হবে। এই সফরে কিরাত মাহফিলে অংশ নেয়ার পাশাপাশি শায়খ দেশটির বিভিন্ন ইন্সটিটিউটে পবিত্র কোরআনের ওপর বিশেষ দরস প্রদান করবেন। সফরে তার সহযোগিতায় রয়েছেন ‘আল মাদিনা ফাউন্ডেশন’র প্রেসিডেন্ট কারী ফখরুল ইসলাম আলমগীর। মাহফিল শেষে আগামী ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
শায়খ কারী আহমাদ বিন ইউসুফ বাংলাদেশে বিশুদ্ধ তেলাওয়াত ও কিরাতের রূপকার কারী মুহাম্মাদ ইউসুফ রহ:-এর বড় পুত্র।