কোনো গাড়িতে আগুন লাগলে, সরকার ক্ষতিপূরণ দেবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো চিন্তা করবেন না। কোনো গাড়িতে আগুন লাগলে সরকার তাকে ক্ষতিপূরণ দেবে। এটা প্রধানমন্ত্রীর ঘোষণা। আগেও প্রধানমন্ত্রী ক্ষতিপূরণ দিয়েছিলেন এবং এবারও যে কোনো দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ দেবেন।

রোববার (০৫ নভেম্বর) রাতে বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে ‘সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনার বাসায় কেউ চু‌রি কর‌তে গে‌লে আপনারা জোর ক‌রে তা‌কে ধরার চেষ্টা ক‌রেন। যদি কোনো ডাকাত আসে, তাকে প্রতিহত করার চেষ্টা করেন। তাহলে কেউ আপনার বাসে বা ট্রাকে আগুন ধরিয়ে দিতে আসলে তাকে প্রতিহত করতে সমস্যা কী? আমা‌দের নিরাপত্তা বা‌হিনী তো আছেই আপনারাও ঘু‌রে দাঁড়ান।

২০২৪-১৫ সালে পরিবহন খাতকে স্বাভাবিক রাখার জন্য পরিবহন শ্রমিকদের ধন্যবাদ জানান তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আন্দোলনের নামে’ বাস-ট্রাকে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পরিবহন শ্রমিকদের নি‌জে‌কে বাঁচা‌নোর অধিকার তো আপনা‌দের র‌য়ে‌ছে। এটা আইনেও স্বীকৃত। আপনাদের কাছে গজা‌রি লা‌ঠি আছে, পি‌টিয়ে ঠাণ্ডা করে দেন। আপনার রু‌টি-রু‌জির জায়গাটা আপনার সামনে পু‌ড়িয়ে দেবে, আর আপ‌নি বসে থাকবেন?

এ জাতীয় আরো সংবাদ

ফ্রান্সে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ সমাবেশ

আনসারুল হক

শুরু হলো পোশাকশ্রমিকদের টিকাদান

আনসারুল হক

সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয়: ওবায়দুল কাদের

নূর নিউজ