কোরআন হাতে শপথ নিলেন প্রথম হিজাবধারী মার্কিন বিচারক

যুক্তরাষ্ট্রের প্যাসাইক কাউন্টিতে রাষ্ট্রীয় সুপিরিয়র কোর্টের প্রথম হিজাবধারী বিচারক হিসেবে শপথ নিয়েছেন নাদিয়া কাহাফ। যদিও কাহাফ বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম নারী নন, তবে হিজাব পরিহিত অবস্থায় তিনিই প্রথম বেঞ্চে বসবেন।

গত ২৩ মার্চ পবিত্র গ্রন্থ কোরআন ছুঁয়ে শপথ নেন তিনি।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, নাদিয়া কাহাফ একজন সিরিয়ান বংশোদ্ভুত পারিবারিক আইন এবং অভিবাসন বিশেষজ্ঞ। নিউ জার্সির গভর্নর ফিল মারফি এক বছর আগে তাকে বিচারক হিসেবে মনোনীত করেন। তিনি প্যাসাইক কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক হিসেবে কাজ করবেন।

২০০৩ সাল থেকে তিনি আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের নিউ জার্সির বোর্ডে বসেছেন। এছাড়াও তিনি ক্লিফটন শহরে অবস্থিত একটি অলাভজনক সংস্থা ওয়াফা হাউসের আইনি উপদেষ্টা ও ইসলামিক সেন্টার অব প্যাসাইক কাউন্টির চেয়ারওম্যান।

এ জাতীয় আরো সংবাদ

ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের নিশ্চিয়তা ছাড়াই সুইডেনের ন্যাটো সদস্যপদ নিয়ে আপত্তি তুলে নিলো এরদোয়ান

নূর নিউজ

ইসরাইলের গণহত্যাকে পূর্ণ সমর্থন ট্রাম্পের

আনসারুল হক

ভারতে করোনার ভ্যাকসিন প্রস্তুতকারক সেরাম ইনস্টিটিউটে আগুন

আনসারুল হক