ক্ষমতার ট্রাম্প কার্ড বিদেশিদের হাতে নয়, জাপার হাতে: বাবলা

অনেকেই ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। কিন্তু ক্ষমতায় নেয়ার মালিক এই দেশের জনগণ। যারা লাঙ্গলে ভোট দিয়ে বিপ্লব ঘটানোর জন্য অপেক্ষায় রয়েছে। তাই বিদেশিদের হাতে নয়, বরাবরের মতো এবারও ক্ষমতায় যাওয়ার ট্রাম্প কার্ড জাতীয় পার্টির হাতে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।

শুক্রবার নিজ নির্বাচনী এলাকা কদমতলী থানার জুরাইন বিড়ি ফ্যাক্টরি সড়কে ৫২ ও ৫৩ নং ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের পার্টির চেয়ারম্যান সময়ের সাহসী সন্তান জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে। আর জনগণের ভোটে জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে।

কর্মী সমাবেশে ঢাকা-৪ আসনের জাপার এই সংসদ সদস্য আবু হোসেন বাবলা আরও বলেন, জাতীয় পার্টি অবশ্যই অবাধ-সুষ্ঠ-নিরপেক্ষ ও সহিংসতা মুক্ত জাতীয় নির্বাচন চায়। এ জন্য যে কোনো বন্ধুপ্রতিম রাষ্ট্রের সুপরামর্শ আমাদের সহায়ক হতে পারে। তবে আমরা দেখছি, জাতীয় নির্বাচন নিয়ে দেশি বিদেশি নানা খেলাধুলা চলছে। বহু পরাশক্তিধর রাষ্ট্র নির্বাচন নিয়ে নানা প্রেসক্রিপশন দিচ্ছে। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমাদের যদি কারো প্রেসক্রিপশনে চলতে হয়, তা হবে জাতির জন্য লজ্জাজনক।

ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি বাবলা বলেন, বলতে দ্বিধা নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার নির্বাচনী এলাকা সহ সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্দ্ধগতির কারণে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

মানুষ অবশ্যই উন্নয়ন চায়, তবে তার আগে পেটে ভাত চায়।৫৩ নং জাপার সভাপতি এস এম মনিরুজ্জামের সভাপতিত্বে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, কদমতলী থানা জাপার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, কদমতলী থানার জাতীয় পার্টির সহ-সভাপতি জুয়েল ওসমান, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সুমন প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরো সংবাদ

ভোট সুষ্ঠু না হলে নাকে খত দিয়ে পদত্যাগ করার ঘোষণা ডিএমপি কমিশনারের

নূর নিউজ

আজ হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন

নূর নিউজ

এবার ভ্যাকসিন নিবন্ধন করবে ১৮ বছর বয়সী শিক্ষার্থীও

নূর নিউজ