খতমে নবুওয়তের প্রতিনিধি ও উলামা মাশায়েখ সম্মেলন সফল করুন

২৭ আগষ্টের খতমে নবুওয়তের প্রতিনিধি ও উলামা মাশায়েখ সম্মেলন সফল করুন, আল্লামা রাব্বানী

আগামী ২৭ আগষ্ট আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারি মাদরাসায় প্রতিনিধি ও ওলামা মাশায়েখ সম্মেলন করতে যাচ্ছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

এদিকে প্রতিনিধি ও ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়নের লক্ষে আজ (১৮ আগষ্ট) বৃহস্পবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁও মাদরাসায় সংগঠনের মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী এর সভাপতিত্বে প্রোগ্রাম বাস্তবায়ন সাব কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় দাওয়াতি কাফেলার সকল টীমের কার্যক্রম পর্যালোচনা করা হয়। বৈঠক থেকে দাওয়াতি তৎপরতা আরো জোরদার করতে সাব কমিটিকে আহ্বান জানানো হয়।

প্রোগ্রাম হাটহাজারীতে হওয়ায় এবং সাব কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য সংগঠনটির মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানীকে আহবায়ক করে ছয় সদস্য বিশিষ্ট এক বিশেষ কমিটি গঠন করা হয়। এতে আরো আছেন যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, সহকারী মহাসচিব মুফতী কিফায়াতুল্লাহ আযহারী, অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর।

মহাসচিব আল্লামা রাব্বানী বলেন, ২৭ তারিখের প্রোগ্রাম বাস্তবায়নে দাওয়াতি টীমগুলোর কার্যক্রম আশাব্যঞ্জক। আমরা আশা করছি ২৭ তারিখের সম্মেলন আমাদের সাংগঠনিক কাজকে আরো বেগবান করবে ইনশাআল্লাহ। উক্ত সম্মেলনে দাওয়াতি সকল উলামা মাশায়েখকে যোগদান করে খতমে নবুওয়তের সম্মেলন সফল ও সার্থক করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মুফতী কিফায়াতুল্লাহ আযহারী, মাওলানা শাব্বির আহমাদ, মাওলানা এনামুল হক মূসা, মুফতী কামাল উদ্দীন, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা আশিকুল্লাহ, মাওলানা ফয়সাল আহমাদ, মাওলানা আলী আজম, মুফতী মাহফুজুর রহমান, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা গোলাম মাওলা, মাওলানা মুমিনুল ইসলাম, মুফতী আরিফ বিল্লাহ, মাওলানা আব্দুল জলিল, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা শাহাদাত হুসাইন, মাওলানা জোবায়ের, মুফতী যোবায়ের, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা ফরহাদ আলম, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা আসআদ মাদানী প্রমূখ নেতৃবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ

সর্বনিম্ন ফিতরা ১০০ টাকা : হাটহাজারী মাদরাসা

নূর নিউজ

আল্লামা আশরাফ আলী শিকদার রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নূর নিউজ

যেসব কারণে দোয়া কবুল হয় না

নূর নিউজ