খতীব আল্লামা ওবায়দুল হক রহ.-এর সহধর্মিণীর জানাযা ও দাফন সম্পন্ন

ফয়জুল হক জালালাবাদী. সিলেট প্রতিনিধি:
জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সাবেক খতীব আল্লামা ওবায়দুল হক রহ. এর সহধর্মিণী মরহুমা ফাহিমা হকের জানাযা নামায আজ বা’দ জোহর সিলেট দরগাহ মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন দরগাহ হযরত শাহজালাল রহ. দরগাহ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আসজদ আহমদ।

জানাজায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, জমিয়ত সভাপতি মাওলানা জিয়া উদ্দীন, নেজামে ইসলাম সভাপতি এড. মাওলানা আব্দুর রাকিব, তাহাফ্ফুজে খতমে নবুওয়াত সিলেট সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল মতিন ধনপুরী, শায়খুল হাদীস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, শায়খুল হাদীস মাওলানা ওলিউর রাহমান, মাওলানা মুসসিন আহমদ, জালালাবাদ ইমাম সমিতির সভাপতি মাওলানা মজদুদ্দীন, খেলাফত মজলিস সভাপতি মাওলানা রেজাউল করিম জালালী, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, ইসলামী ঐক্যজোট মহানগর সভাপতি মুফতী ফয়জুল হক জালালাবাদী, খেলাফত আন্দোলন সভাপতি মাওলানা শায়েখ নাসিরুদ্দীন, খেলাফতে রাব্বানী সিলেট জেলা সভাপতি মাওলানা হাফেজ নওলফ আহমদ, খেলাফত মজলিস সিলেট নগর সভাপতি মাওলানা গাজী রাহমাতুল্লাহ, দারুল উলুমের মুহতমিম মাওলানা আব্দুল মালিক, জমিয়ত নগর সভাপতি মাওলানা খলিলুর রাহমান, কেন্দ্রীয় বন্দর বজার জামে মসজিদ খতীব মাওলানা মুস্তাক খান, কাজির বাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সামিউর রাহমান মুসা, কেন্দ্রির মুসলিম সাহিত্য সংসদের সেক্রেটারী কবি ও গবেষক সৈয়দ মবনু, সোবহানী ঘাট মাদরাসার মুহতমিম মাওলানা আহমদ কবির, মাওলানা আহমদ সগির, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মাশুক আহমদ সালামী, মাওলানা আশরাফ আলী মিয়াজানী, দারুস সালাম মাদরাসার মুহাদ্দীস মাওলানা মুফতী এনামুল হক, মাওলানা মুখলিছুর রাহমান রজাগঞ্জী, মাওলানা আব্দর রাহমান সিদ্দিকী, খতীব পুত্র মাওলানা শহিদুল হক, খতীবের নাতী মাওলানা হাবিবুল হক, মাওলানা আরিফুল হক, মাওলানা জুনাইদুল হক, মাওলানা জুবায়ের জালালাবাদীসহ অগণিত উলামায়ে কেরাম, রাজনীতিবিদ, বিভিন্ন পেশাজিবি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক ও সিলেটের গণ্যমান্য ব্যক্তিবৃন্দ প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও সিলেটের নানা শ্রেণীপেশার ধর্মপ্রাণ মানুষ মরহুমার জানাযায় অংশগ্রহণ করেন। জানাযা শেষে তাকে হযরত শাহজালাল দরগাহ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ১৮ মে ২০২২ বুধবার রাত সাড়ে দশটায় তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সাবেক খতীব আল্লামা ওবায়দুল হক রহ. এর সহধর্মিণী ফাহিমা হকইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮৮ বছর। তিনি পাঁচ সন্তানের জননী ছিলেন। তিনি জীবিত থাকতেই এক ছেলে এবং এক মেয়ে ইন্তেকাল করেন।

এ জাতীয় আরো সংবাদ

জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভোটের চিন্তা থাকবে না

নূর নিউজ

এবার জাতীয় মসজিদে ঈদের ৫ জামাত হবে , প্রথমটি ৭টায়

নূর নিউজ

কুড়িগ্রাম জেলা কওমী ওলামা পরিষদের খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত 

নূর নিউজ