খাগড়াছড়িতে ত্রিপুরা যুবকের ইসলাম ধর্ম গ্রহণ

খাগড়াছড়িতে সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এক ত্রিপুরা যুবক। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে এফিডেভিট এর মাধ্যমে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়েছেন তিনি।

গতকাল রবিবার (২৫ডিসেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে এ খবর প্রকাশ করেন।

হিন্দু ধর্মে থাকাকালীন সময়ে তার নাম পিপিসা ত্রিপুরা ছিলেন। ধর্মান্তরিত হওয়ার পর তার বর্তমান নাম রাখা হয়েছে আরমান ফাহিম।

রবিবার খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদে এশার নামাজের পরে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা সালাহ উদ্দিন আল কাদেরীর হাতে স্বেচ্ছায় কালিমা পাঠ করে সনাতন ধর্ম (হিন্দু) ত্যাগ করে ইসলাম ধর্মের ছায়াতলে ধর্মান্তরিত হয়।

নওমুসলিম আরমান ফাহিম বলেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমার কাছে ইসলাম ধর্ম ভালো লাগায়,পছন্দ হওয়ার কারণে আমি ধর্মান্তরিত হয়েছি। আদালতে এফিডেভিটের মাধ্যমে সনাতন হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী আমি মুসলিম হয়েছি।

এ জাতীয় আরো সংবাদ

একটি ভুল বিশ্বাস : কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করলে কি আঙুল পচে যায়?

নূর নিউজ

ঈদে মিলাদুন্নবী উদযাপন ও কিছু কথা

আনসারুল হক

সন্তানের উত্তম শিষ্টাচারে মহানবীর শিক্ষা

নূর নিউজ