খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে ব্রিফিং কাল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড এক সংবাদ সম্মেলন ডেকেছে।

আগামীকাল সোমবার (৯ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের অডিটোরিয়ামে ১১ তলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

গত ১৮ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন খালেদা জিয়াকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসা দরকার। ডাক্তাররা বলেছেন দেশে সুচিকিৎসা দেওয়া সম্ভব না। আমরা অনেকদিন ধরেই তাকে বিদেশে নেওয়ার কথা বলছি। কিন্তু সরকার গুরুত্ব দিচ্ছে না।

চিকিৎসকরা বলছেন, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পাশাপাশি কিডনি সমস্যায় ভুগছেন। তার হার্টের তিনটি ব্লকের মধ্যে একটিতে রিং পরানো হয়েছে। বিভিন্ন সময়ে তার পেটে পানি জমে যায়। তখন তাকে সিসিইউতে নেওয়ার প্রয়োজন পড়ে। এছাড়া আর্থরাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দাঁত ও চোখের প্রদাহ, হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

প্রধান উপদেষ্টার সর্বদলীয় সম্মেলন বৃহস্পতিবার বিকেলে

নূর নিউজ

সিলেটে কুরআন পোড়ানো নিয়ে তুলকালাম কান্ড, আটক ২

নূর নিউজ

একসঙ্গে ৪ কন্যাসন্তান জন্ম দিলেন ফেনীর সালমা

আনসারুল হক