মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নতুন আমীর এবং মাওলানা ইউসুফ সাদেক হক্কানীকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে।
আজ শনিবার (২৬ এপ্রিল)বাংলাদেশ খেলাফত আন্দোলনের মজলিসের শূরা ও মজলিসে আমেলার যৌথ বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
শূরা অধিবেশনের সভাপতিত্ব করেন, হযরত হাফেজ্জী হুজুর রহ এর অন্যতম খলিফা শাইখুল হাদিস মাওলানা ইসমাঈল বরিশালী হুজুর এবং মজলিসে আমেলার সভাপতিত্ব করেন হযরত হাফেজ্জী হুজুরের আরেকজন বিশিষ্ট খলিফা, ময়মনসিংহ বড় মসজিদের খতিব শাইখুল হাদিস মাওলানা আব্দুল হক সাহেব। অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের শরীয়ত বিষয়ক উপদেষ্টা ও শাইখুল হাদিস মাওলানা হাজী ফারুক আহমদ সাহেব, শাইখুল হাদিস মাওলানা শেখ আজিমুদ্দিন সাহেব।
নবনির্বাচিত আমির হযরত হাফেজ্জী হুজুর রহ. এর দৌহিত্র ও দলের দ্বিতীয় আমীরে শরীয়ত মাওলানা আহমাদুল্লাহ আশরাফ রহ.এর তৃতীয় পুত্র।
উল্লেখ্য, হযরত হাফেজ্জী হুজুর রহ.-এর ছোট সাহেবজাদা ও সাবেক আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী দীর্ঘদিন অসুস্থতা ও বার্ধক্য জনিত কারণে গত ৪ এপ্রিল ২০২৫ ইং শুক্রবার ইন্তেকাল করায় আমীরের পদটি শূন্য হয়। সূরা অধিবেশনের পরে মজলিসে আমেলার বৈঠক বসে দলের নায়েবে আমির মাওলানা ইউসুফ সাদেক হক্কানীকে মহাসচিব হিসেবে নির্বাচিত করে। শাইখুল হাদীস মাওলানা ইউসুফ সাদেক হক্কানী ১৯৮১ সালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠা লগ্ন থেকেই কেন্দ্রীয় বিভিন্ন পদে নিয়োজিত ছিলেন। তিনি একজন বিশিষ্ট আলেমেদ্বীন, লেখক ও সুবক্তা। তিনি হযরত হাফেজ্জী হুজুর রহ,এর অত্যন্ত স্নেহভাজন ও সফর সঙ্গী ছিলেন। মহাসচিব নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি দলের নায়েবে আমিরের দায়িত্ব পালন করছিলেন।
খেলাফত আন্দোলনের মজলিসের সূরা ও আমেলার সদস্যগণ নবনির্বাচিত আমির ও মহাসচিবকে খুশি মনে বরণ করে নিয়েছেন এবং খেলাফত আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির জন্য শূভ কামনা করে দোয়া করেছেন।
মজলিসের শূরা অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-মাওলানা আব্দুর রহমান তালুকদার ভোলা, নায়েবে আমির মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, ,যুগ্ম-মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মাওলানা মীর ইদ্রিস চট্টগ্রাম,আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, হাজী জালাল উদ্দিন বকুল, মাওলানা মোস্তাক আহমদ শরীয়তপুরী, মুফতি ইমরান হোসেন কাসেমী, মাওলানা আব্দুল আজিজ খোমেনী বরুড়া কুমিল্লা, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মামুনুর রশিদ , এডভোকেট মুহাম্মদ লিটন চৌধুরী, অ্যাডভোকেট মোঃ জয়নুল আবেদিন বকুল, মাওলানা মোশাররফ হোসেন নরসিংদী, মাওলানা আনোয়ার উল্লাহ ভূঁইয়া ফেনী, মাওলানা শিহাব উদ্দিন গোপালগঞ্জ, মাওলানা মাহমুদুল হাসান শরীয়তপুর,মাওলানা আব্দুর রহিম শাকের নোয়াখালী, মাওলানা বেলাল হোসেন নোয়াখালী,মাওলানা হাফিজুর রহমান সরদার গাইবান্ধা, মাওলানা গাজী ইউসুফ। মাওলানা মাওলানা সাইদুর রহমান মেহেন্দিগঞ্জ বরিশাল, মাওলানা আলাউদ্দিন নুরী ফেনী, মাওলানা আহমদ আলী মোমেন শাহী। মাওলানা হাফিজুল ইসলাম রংপুর, মাওলানা মাহবুবুর রহমান কুড়িগ্রাম ইসমাইল ভাওয়ারী নরসিংদী, মাওলানা আব্দুল কুদ্দুস নড়াইল, মাওলানা রশিদুল হক বিএসসি চট্টগ্রাম, মৌলভী আব্দুর রাকিব নেত্রকোনা মাওলানা আবু বকর লালমনিরহাট, কারী মাসুদুল হক কিশোরগঞ্জ, মাওলানা মাহফুজুল ইসলাম রংপুর, মাওলানা আব্দুল লতিফ সিরাজী পিরোজপুর, মুফতি সুলতান মাহমুদ টাঙ্গাইল, মুফতি আব্দুল বারী ও মাওলানা ইসমাইল মাহমুদ লক্ষ্মীপুর ও মাওলানা হাফেজ ওয়ালীউল্লাহ প্রমুখ।