গর্বাচেভের শেষকৃত্যে থাকছেন না পুতিন

সাবেক সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভের শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত থাকছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত মঙ্গলবার ৯১ বছর বয়সে গর্বাচেভ মস্কোর একটি হাসপাতালে মারা যান। শেষকৃত্য শেষে আগামীকাল শনিবার তাকে মস্কোর নভোদেভিচি সমাধিক্ষেত্রে সমাহিত করা হবে। খবর এএফপি ও আল-জাজিরার।

গর্বাচেভের শেষকৃত্য আয়োজনকে রাষ্ট্রীয় বলা থেকে বিরত রয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, শেষকৃত্যে গার্ড অব অনারের মতো কিছু রাষ্ট্রীয় বিষয় থাকছে এবং এটি আয়োজনে সরকার সহযোগিতা করবে। তবে কীভাবে এটি পুরোপুরি রাষ্ট্রীয় শেষকৃত্য থেকে আলাদা সে বিষয় তিনি বিস্তারিত বলেননি।

গর্বাচেভ ও পুতিনের সম্পর্ক ছিল অম্লমধুর। ২০ বছরেরও বেশি সময় পুতিনকে রাষ্ট্রক্ষমতায় দেখেছেন গর্বাচেভ। এ সময়ের মধ্যে কখনো তিনি পুতিনের সমালোচনা করেছেন, আবার কখনো করেছেন প্রশংসা।

বিশেষ করে স্বৈরতন্ত্র ও দুর্নীতি ইস্যুতে পুতিনের সমালোচক ছিলেন শেষ এই সোভিয়েত নেতা।

পূর্ব ইউরোপের দেশগুলোকে সোভিয়েত কমিউনিস্ট শাসনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ায় গর্বাচেভ পশ্চিমাদের কাছে আদর্শ।

অন্যদিকে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি ‘পেরেস্ত্রোইকার’ কারণে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ায় রাশিয়ায় তিনি অপ্রিয়।

মস্কোর হাউস অব ইউনিয়নসের বিখ্যাত হল অব কলামসে গর্বাচেভের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সোভিয়েত নেতা ভ্লাদিমির লেনিন, জোসেফ স্তালিন ও লিওনিদ ব্রেজনেভের শেষকৃত্যও এখানে অনুষ্ঠিত হয়। গর্বাচেভকে গার্ড অব অনার দেবে সামরিক বাহিনী।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়, মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে রুশ ঐতিহ্য মেনে গর্বাচেভের কফিনে একাই ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন পুতিন। তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, মাথা ঝুঁকিয়ে সম্মান জানান এবং গর্বাচেভের কফিন স্পর্শ করেন।

এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, দুর্ভাগ্যজনকভাবে কাজের সময়সূচির কারণে ৩ সেপ্টেম্বর প্রেসিডেন্টের এই কাজ করার সুযোগ হচ্ছে না। তাই আজই তিনি কাজটি সেরে নিলেন।

এ জাতীয় আরো সংবাদ

গত ২০ বছর যারা দেশ চালিয়েছে তারা বাদ: তালেবান মুখপাত্র

নূর নিউজ

ফ্লোরিডায় ইয়ানের আঘাত, বিদ্যুৎহীন ২০ লাখ মানুষ

নূর নিউজ

রমজানে যুদ্ধবিরতি চুক্তি কঠিন: বাইডেন

নূর নিউজ