গাউসুল আজম মসজিদের খতিব হিসেবে পুনরায় নিয়োগ পেলেন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী

রাজধানী ঢাকার উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম জামে মসজিদে আবারো জুমা পড়াবেন, মারকাযুত তারবিয়াহর মুহতামিম, দেশ বরেণ্য মুফাসসিরে কোরআন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।

আজ রোববার গাউসুল আজম জামে মসজিদের কমিটি কর্তৃক প্রকাশিত এক নোটিশে এ কথা জানানো হয়।

স্যোসাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক নোটিশে বলা হয়, এতদ্বারা ১৩ নং সেক্টর গাউসুল আজম জামে মসজিদের সম্মানিত মুসল্লিদের অবগতির জন্য জানানো যাচ্ছে, আপনাদের দীর্ঘ দিনের চাহিদা ও উর্ধতন কর্তৃপক্ষের সুপারিশক্রমে মসজিদের নির্বাহী কমিটির ১৯৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ০১-০২-২০২৩ তারিখ থেকে মসজিদে জুম্মার নামাজ পরিচালনার জন্য বর্তমান খতিবের পাশাপাশি এই মসজিদের পূর্বের খতিব কে পুনরায় নিয়োগ প্রদান করা হয়েছে।

নোটিশে আরো বলা হয়, আগামী ০১ ফেব্রুয়ারি ২০২৩ হতে প্রতি মাসে ধারাবাহিকভাবে প্রথম ও দ্বিতীয় দুই শুক্রবার জন্মার নামাজ পরিচালনা করবেন, ড. মুফতি ওয়ানিয়ুর রহমান খান, প্রতি মাসের ৩য় ও ৪র্থ দুই শুক্রবার জুম্মার নামাজ পরিচালনা করবেন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।

এ বিষয়ে গাউসুল আজম জামে মসজিদ নির্বাহী কমিটির সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি  নিশ্চিত করেন। গাউসুল আজম জামে মসজিদের অফিস সহকারী নুরুল ইসলাম আওয়ার ইসলামকে বলেন, চলতি মাসের ১৫ তারিখ মসজিদের কমিটির সিদ্ধান্তক্রমে মাওলানা খালিদ সাইফুল্লাহ আয়ুবীকে পুনর্নিয়োগ দেয়া হয়। ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে আগামীমাসের তৃতীয় জুমা থেকে নিয়মিত জুমা পড়াবেন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।

এ জাতীয় আরো সংবাদ

‘ঊর্ধ্বে দেড়মাস, সব ঠিক হয়ে যাবে’ বললেন পরিকল্পনা মন্ত্রী

নূর নিউজ

আগামীকাল থেকে ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিন ব্যাপী ইসলামী বইমেলা

নূর নিউজ

সমাজে আলেমদের সম্মান সবচেয়ে বেশি: প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক

নূর নিউজ