গাজায় হত্যাকাণ্ড বন্ধ করতে হবে : ইউরোপীয় ইউনিয়ন

আমেরিকার মদদে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে মৃত্যুপুরিতে পরিণত করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। কোনোভাবেই থামছে না ইসরাইলের নৃশংসতা। এবার সেই নৃশংসতা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস।

রবিবার (২৩ মার্চ) মিশরের কায়রোতে যাত্রা বিরতিকালে গাজ্জায় নতুন করে চালানো যুদ্ধ বন্ধের আহ্বান জানান। এরপর তিনি গাজ্জায় যুদ্ধবিরতি পুনর্বহালের লক্ষ্যে ইসরাইল ও ফিলিস্তিনি ভূখণ্ডের উদ্দেশে রওনা দেন।

হামাসের সাথে যুদ্ধবিরতির পরবর্তী ধাপে আলোচনা স্থগিত হওয়ার পর মঙ্গলবার দখলদার ইসরাইল গাজ্জা উপত্যকায় তীব্র বিমান হামলা শুরু করে এবং পরে স্থল হামলা চালায়।

কায়রোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সাথে সংবাদ সম্মেলনে ইইউর কাজা কালাস বলেন, আমরা ইসরাইলের পুনরায় শত্রুতা শুরুর তীব্র বিরোধিতা করি, যার ফলে গাজ্জায় ভয়াবহ প্রাণহানি ঘটে। এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। নতুন যুদ্ধে উভয় পক্ষই হেরে গেছে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে, এটা খুবই স্পষ্ট যে হামাসকে অবশ্যই সকল জিম্মিকে মুক্তি দিতে হবে ও ইসরাইলকে অবশ্যই গাজ্জায় মানবিক সহায়তা সম্পূর্ণরূপে পুনঃস্থাপন করতে হবে এবং আলোচনা পুনরায় শুরু করতে হবে।

কালাসের টিম পরে নিশ্চিত করেছে যে, তিনি মিশর ছেড়ে ইসরাইলে পৌঁছেছেন। তার কার্যালয় জানিয়েছে, সোমবার সেখানে এবং ফিলিস্তিনি অঞ্চলগুলোয় আলোচনার সময় তিনি অবিলম্বে ‘যুদ্ধবিরতি-জিম্মি মুক্তি চুক্তির সম্পূর্ণ বাস্তবায়নে ফেরত আসার আহ্বান জানাবেন’ বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

‘আমি খ্রিষ্টান হলেও পুরো রমজান মাসে রোজা রেখেছি’

নূর নিউজ

যুক্তরাষ্ট্রে প্রধান দুই দলের সাবেক নেতাদের নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ

নূর নিউজ

উড়ন্ত বিমানে আগুন, বিস্ময়করভাবে বেঁচে গেলেন ২৩১ যাত্রী

আলাউদ্দিন