গাজায় ঝরছে মুসলিমদের রক্ত, এ কারণে পশ্চিমারা… : এরদোয়ান

হামাস-ইসরায়েলের চলমান যুদ্ধে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ায় পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ইসরায়েল গাজা উপত্যকায় নির্বিচারে বিমান হামলা চালালেও পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না। কারণ গাজায় যে রক্ত ঝরছে সেগুলো মুসলিমদের রক্ত।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) প্রেসিডেন্সিয়াল প্যালেসে এমন মন্তব্য করেন তার্কিস প্রেসিডেন্ট। এরদোয়ান অভিযোগ করেছেন, যুদ্ধ থামানোর বদলে পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে শর্তহীন সমর্থন দিয়ে যাচ্ছে।

এছাড়া গাজার উপর ইসরায়েলের হামলাকে ‘বর্বর’ হিসেবেও অভিহিত করেছেন তিনি।

তুরস্কের প্রেসিডেন্ট গতকাল বুধবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে নিয়ে কথা বলেন। তিনি জানান, পশ্চিমারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিতি করলেও ‘হামাস সন্ত্রাসী সংগঠন নয়, বরং তারা স্বাধীনতাকামী যোদ্ধা; যারা নিজেদের ভূমি রক্ষার জন্য লড়াই করছেন।

আঙ্কারায় তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টির নেতাকর্মীদের এক সমাবেশে এই মন্তব্য করেন এরদোয়ান। গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলা ও হত্যাযজ্ঞের নিন্দাও জানান তিনি। এ সময় নিজের আসন্ন ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন এরদোয়ান।

আঙ্কারায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ইসরায়েল হামাসকে পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখতে পারে। পশ্চিমারা ইসরায়েলের কাছে অনেক ঋণী। কিন্তু তুরস্ক ইসরায়েলের কাছে কোনও কিছুর জন্যই ঋণী নয়।’

হামাসের যোদ্ধাদের প্রতি দাঁড়িয়ে সম্মান জানিয়ে তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, ‘হামাস কোনও সন্ত্রাসী সংগঠন নয়। এটা মুজাহিদীনের একটি সংগঠন, যারা নিজেদের ভূমিকে রক্ষা করছে।’

গাজায় ‘অমানবিক’ যুদ্ধের কারণে ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিল করছেন বলেও জানিয়েছেন তিনি। এরদোয়ান বলেন, ‘আমাদের ইসরায়েল সফরে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সেটা বাতিল হয়ে গেছে, আমরা যাব না।’

এ জাতীয় আরো সংবাদ

ভারতীয় মুসলিমদের যে আহ্বান জানালেন মুসলিম ল’ বোর্ডের সভাপতি

নূর নিউজ

তাকরিমকে অভিনন্দন জানিয়েছে ইসলামী ফাউন্ডেশন

নূর নিউজ

৫ লাখ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু, যা বললেন বাইডেন

আলাউদ্দিন