গাজীপুরে কাভার্ডভ্যান ও বাসের সংঘর্ষে হেলপার নিহত, আহত ১০

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের নগপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের সাথে একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের নগপাড়া এলাকার বিআরটিসি ট্রেনিং সেন্টার সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুর দুইটার দিকে বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে কাভার্ডভ্যানটি ইউটার্ন নিয়ে চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। এসময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের উপর উল্টে পড়ে ঘটনাস্থলেই নুরুল ইসলাম (৩৫) নামে বাসের হেলপার মারা যায়। আহত হয় বাসের অন্তত ১০ যাত্রী।

জিএমপি বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম চৌধুরী জানান, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যান ও বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি।

এ জাতীয় আরো সংবাদ

বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নূর নিউজ

ফিলিস্তিনিদের প্রতি সমবেদনতা জানাতে বাংলাদেশের একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

নূর নিউজ

দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত

আনসারুল হক