মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অবশ্যই যুক্তরাষ্ট্রের কাছে থাকা উচিত।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট বুধবার আবারো গ্রিনল্যান্ডের উপর মার্কিন নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছেন। এ বিষয়টিকে তিনি নিরাপত্তার জন্য উদ্বেগ বলে উল্লেখ করেছেন।
ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে আমাদের গ্রিনল্যান্ডের খুব প্রয়োজন। গ্রিনল্যান্ডের সাথে আমাদের কিছু করতে হবে।
এই বিষয়টি ‘ইউরোপীয়দের এবং (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিনের সাথে তার যেকোনো আলোচনার অংশ কি না এমন প্রশ্নে ট্রাম্প বলেন, তা নয়।
ট্রাম্প আরো বলেন, ‘জাতীয় নিরাপত্তার কারণে গ্রিনল্যান্ড আমাদের থাকা উচিত। যখন ২০ বছর আগে এটি নিয়ে কথা উঠত বা ৩০ বছর আগেও যখন তারা এটি নিয়ে কথা বলত, তার চেয়েও এখন বেশি প্রয়োজন।
সূত্র : আনাদোলু