ঘূর্ণিঝড় হিলারির তাণ্ডবে লণ্ডভণ্ড ক্যালিফোর্নিয়া

ঘূর্ণিঝড় হিলারির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। অঙ্গরাজ্যটির গত ৮৪ বছরের ইতিহাসে সবচেয়ে মারাত্মক গ্রীষ্মকালীন ঝড়ে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে।

নেভাদায় পুরোদমে আঘাত হানার আগে ক্যালিফোর্নিয়ার স্কুল, রাস্তাঘাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে ঝড়ের কারণে।

সোমবার (২১ আগস্ট) এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।

গ্রীষ্মমণ্ডলীয় এ ঝড়ের কারণে ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকায় জরুরি অবস্থা জারি করেছে রাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম। এসব এলাকায় সোমবার সকাল পর্যন্ত আকস্মিক বন্যা সতর্কতা কার্যকর ছিল।

এএফপি জানিয়েছে, হিলারি থেকে সৃষ্ট অতিবৃষ্টিতে বন্যার দেখা দিয়েছে। পানিতে ডুবে গেছে সব রাস্তা। হাইওয়েগুলোও যেন নদীতে রূপান্তরিত হয়েছে। রাস্তায় কিছু গাড়িচালক আটকা পড়েছে। সান দিয়েগো, লস অ্যাঞ্জেলেস, পাসাডেনা ও পামডেলসহ বেশ কয়েকটি শহরের স্কুল বন্ধ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তরের লস অ্যাঞ্জেলস শাখা থেকে বলা হয়েছে, রাতারাতি এই অঞ্চলে দৈনিক বৃষ্টিপাতের একাধিক রেকর্ড ভেঙে গেছে।

ক্যালিফোর্নিয়াবাসী ঝড় হিলারির আগে আরও একটি প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে। পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে গোটা রাজ্যটি। তবে, এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

এ জাতীয় আরো সংবাদ

বিশ্ব ইজতেমায় কী শেখানো হয়

নূর নিউজ

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি মোদাসসার নিহত

নূর নিউজ

গত বছর ভারত গেছেন আড়াই লাখ বাংলাদেশি

নূর নিউজ