চরমোনাই মাহফিলগামী ট্রলারডুবি, ৩ মুসল্লির লাশ উদ্ধার

বরিশালে গভীররাতে চরমোনাই মাহফিলগামী মুসল্লিদের একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ট্রলারে প্রায় ৩০ যাত্রী ছিল।

বুধবার দিবাগত রাতে বরিশালের চরমোনাই ইউনিয়নের নলচরসংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে এই ট্রলারডুবির ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা বুলবুল আকন জানান, ঢাকার দিক থেকে মাহফিলের উদ্দেশে মুসল্লি নিয়ে কাঠবডির ট্রলারটি চরমোনাইয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রলারটি উল্টে গিয়ে প্রায় ৩০ মুসল্লি নদীতে ডুবে যান।

বরিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম বলেন, রাত ১টার দিকে ট্রলারটি ডুবে যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। চারজন নিখোঁজের খবর ছিল আমাদের কাছে। ইতোমধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বরিশাল নৌ সদর থানার ওসি হাসনাত জামান বলেন, সিরাজগঞ্জ থেকে ট্রলারে করে চরমোনাই মাহফিলের উদ্দেশে যাচ্ছিলেন মুসল্লিরা। চরমোনাইয়ের কাছাকাছি পৌঁছলে রাতে ট্রলারটি ডুবে যায়। তবে কতজন যাত্রী নিয়ে ট্রলার ডুবেছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি। তিনজনের লাশ উদ্ধার হয়েছে। নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ জাতীয় আরো সংবাদ

গরুতর অসুস্থ শাইখুল হাদীস মুফতি আব্দুল গণী আল-গাজী, দেশবাসীর কাছে দোয়া কামনা

আনসারুল হক

ধর্ষণ ও হত্যাচেষ্টাকারীর বিচার চান পরী মনি, সংবাদ সম্মেলন

আনসারুল হক

আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে

নূর নিউজ