চার জানুয়ারি কূটনৈতিকদের ব্রিফ করবে নির্বাচন কমিশন

দ্বাদশ সংসদ নির্বাচনের অগ্রগতি তুলে ধরতে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস বা মিশনের প্রধান ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ৪ জানুয়ারি বিকাল ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হল রুমে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে সোমবার (২৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইসির জনসংযোগ শাখার পরিচালক শরিফুল আলম স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে সংশ্লিষ্ট কূটনীতিকদের আমন্ত্রণ জানানোসহ তাদের উপস্থিতি নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র সচিবকে অনুরোধ করেছে ইসি।

এ বিষয়ে শরিফুল আলম গণমাধ্যমকে বলেন, বৈঠকে অবাধ ও সুষ্ঠুভাবে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসি কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে বিদেশি মিশনের প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান ও বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে অবহিত করা হবে।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের আড়াইশ বিদেশি ও ২০ হাজার স্থানীয় পর্যবেক্ষকের আবেদন জমা পড়েছে। নীতিমালা মেনে অনুমোদিত পর্যবেক্ষকরা ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন। বিদেশিদের আবেদনগুলো পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তি সাপেক্ষে অনুমোদন দেবে নির্বাচন কমিশন।

এ জাতীয় আরো সংবাদ

কুমিল্লার পূজামণ্ডপের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

নূর নিউজ

তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নূর নিউজ

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতদের ক্ষতিপূরণ দিতে হবে

আনসারুল হক