চীনে প্রবাসী ব্যবসায়ীদের মতবিনিময় সভা

চীনের বাজারে বাংলাদেশি পণ্যে ৯৭ শতাংশ শুল্কমুক্ত সুবিধা আরও কাজে লাগানোর উপায় খুঁজতে মতবিনিময় সভা করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীরা।

স্থানীয় সময় রোববার বিকেলে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বেইজিং বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মনসুর উদ্দিন।

আলোচনা সভায় ব্যবসায়ীরা চীনের সঙ্গে বাণিজ্যবৈষম্য কমিয়ে আনতে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ দেন। পাশাপাশি রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ ও চীন সরকারের সহযোগিতা চান।

মনসুর উদ্দিন বলেন, “চীনের বাজারে ৯৭% শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুযোগটি ২০২৬-এর পর আর থাকবে না। তাই এখনই আমাদেরকে এ সুযোগটি গ্রহণ করতে হবে। তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, ফিশারিজ, কৃষিপণ্য, হস্তশিল্প ইত্যাদি পণ্যের রপ্তানি বাড়াতে আমদানিকারক এন্টারপ্রাইজগুলো খুঁজে বের করতে হবে।”

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশ থেকে আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা

আনসারুল হক

আল্লামা ইয়াহইয়ার ইন্তেকালে মাওলানা ইউসুফ নূরের শোক

নূর নিউজ

অভিবাসী পাঠানোয় বিশ্বে বাংলাদেশ ষষ্ঠ, রেমিট্যান্স গ্রহণে অষ্টম

নূর নিউজ