জন্মের পর কানে আজান-ইকামাত দেয়ার বিষয়ে দেওবন্দের ফতোয়া

জন্মের পর সন্তানের কানে আজান ও ইকামাহ বলা কি সুন্নাত? এ বিষয়ে দেওবন্দের ফতোয়া কী? জানতে চোখ রেখেছিলাম বিশ্বখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়া বিভাগে। সেখানে একজন প্রশ্ন করেছেন, ১. সন্তান জন্মের পর আজান দেওয়া ওয়াজিব নাকি? ২. কেউ যদি আজান দিতে ভুলে যায় বা আজান দেয়া হয়ে থাকে, তবে কিবলামুখী না হলে কি করতে হবে? ৩. সন্তান প্রসব সংক্রান্ত অন্যান্য সকল সুন্নাহ স্পষ্ট করুন।

দেওবন্দের অনলাইন ফতোয়া বিভাগের আকায়েদ ও ঈমানিয়াত অধ্য়ায়ের ইসলামি আকিদা বিভাগে এ জবাব দেন তারা।

উত্তর নং: ৬১২২৮১
পরম করুণাময়, পরম করুণাময় আল্লাহর নামে
ফতোয়া: 1277-946/D=11/1443

১. সন্তান প্রসবের পর ডান কানে আজান ও বাম কানে ইকামাত পড়া সুন্নত, ওয়াজিব নয়।

২. সন্তান জন্মের পর তার কানে আজান দিতে ভুলে গেলে যত তাড়াতাড়ি সম্ভব আজান দিতে হবে, এর জন্য সময় ও দিনের কোনো সীমাবদ্ধতা নেই। যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেয়া উচিত। অবহেলায় বেশ কিছু দিন কেটে গেলেও যখন মনে পড়বে বা সুযোগ হবে তখনই আজান-ইকামা দিয়ে নিবে। (আহসানুল-ফাতাওয়া)

৩. আজানের সময় ক্বিবলা গ্রহণ করা ও হাই আলাস সালা ও হাই আলাল ফালাহ ইত্যাদির সময় ডানে-বামে মুখ ফিরিয়ে নামাজের আজানের মতন করা সুন্নাহ।

আর আল্লাহই ভালো জানেন
দারুল ইফতা,
দারুল উলূম দেওবন্দ

এ জাতীয় আরো সংবাদ

ঈদুল আজহার তাৎপর্য ও শিক্ষা

আনসারুল হক

ইবরাহিম আ. এর অনুসারী আখ্যা দিয়ে মিল্লাতে ইবরাহিমের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

নূর নিউজ

কাতারে আল নূর কালচারাল সেন্টারের ব্যবস্থাপনায় দাওয়াহ মাহফিল অনুষ্ঠিত

নূর নিউজ