জাতিসংঘের সদস্যপদ আফগান জনগণের ন্যায়সঙ্গত অধিকার: তালেবান

আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার ঘোষণা করেছে, জাতিসংঘের সদস্যপদ আফগান জনগণের বৈধ অধিকার এবং তা কাবুলকে দিতে হবে। জাতিসংঘের এ সংক্রান্ত কমিটি বুধবার আফগানিস্তানের বিশেষ প্রতিনিধি সুহাইল শাহিনকে মেনে নেয়ার সিদ্ধান্ত স্থগিত করার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তালেবান সরকারের উপ মুখপাত্র আনামুল্লাহ সামানগানি এ আহ্বান জানান।

তিনি বলেন, আফগানিস্তানকে জাতিসংঘের সদস্যপদ না দেয়ার সিদ্ধান্ত বেআইনি ও অন্যায় কারণ, এর মাধ্যমে একটি দেশকে তার অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে।

অচিরেই আফগান জনগণের অধিকার তাদেরকে ফিরিয়ে দেয়া হবে বলে আশা প্রকাশ করেন সামানগানি।

এদিকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে আফগান প্রতিনিধির দায়িত্বপ্রাপ্ত কূটনীতিক সুহাইল শাহিন বলেছেন, জাতিসংঘে একটি চেয়ার থাকার যে অধিকার আফগান জনগণ সংরক্ষণ করে তা তাদের দেয়া উচিত। তিনি আফগানিস্তানে একটি স্বাধীন দেশ উল্লেখ করে বলেন, দেশটির বিরুদ্ধে যেকোনো ধরনের নিষেধাজ্ঞা অবৈধ।শাহিন বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী জাতিসংঘের সদস্যপদ লাভের অধিকার তালেবান সরকারের রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

মহাকাশে ১ হাজার দিন কাটানোর রেকর্ড রশ সাংবাদিকের

নূর নিউজ

তুরস্ককে এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করছি: এরদোগান

নূর নিউজ

মালোয়শিয়ায় জনপ্রিয় হচ্চে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক

নূর নিউজ