জাতিসংঘের সামনে থেকে অস্ত্রধারী আটক

প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর জাতিসংঘ সদর দফতরের সামনে থেকে ৬০ বছর বয়সী এক অস্ত্রধারীকে আটক করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল পৌনে ১১টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত চেষ্টার পর তাকে আটক করা হয়।

নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে এক টুইটার বার্তায় বলা হয়, অস্ত্রধারী তাদের হেফাজতে, সাধারণ মানুষের আতঙ্কের কিছু নেই।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, আটক ব্যক্তি ঘটনাস্থলেই জাতিসংঘকে বিশ্বের ওপর নেতিবাচক প্রভাবের জন্য দায়ী করে বিবৃতি দিচ্ছিলেন। তিনি ফুটপাতে বেশ কয়েকটি নোটবুক রেখে গেছেন। নোটবুকগুলো নিউইয়র্ক পুলিশ সংগ্রহ করেছে।

নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের একজন কর্মকর্তা বলেন, সদর দফতরের প্রবেশ পথে ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দিয়েছিলেন।

সূত্র: রয়টার্স

এ জাতীয় আরো সংবাদ

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নূর নিউজ

মাংকিপক্স: নিউইয়র্ক সিটিতে জরুরি অবস্থা জারি

নূর নিউজ

করোনা মোকাবিলা : ১০ নির্বাহী আদেশে সই করলেন বাইডেন

আনসারুল হক