জাপানের ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে ভূমিকম্প : জেএমএ

বাসস  : জাপানের রাজধানী টোকিও’র দক্ষিণে প্রশান্ত মহাসাগরের ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জের কাছে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  প্রাথমিকভাবে জানানো হয় রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। এতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময়  সকাল ৯টা ৩৯ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল হাহাজিমা দ্বীপে ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।
এতে সুনামির কোনো হুমকি নেই।
সেখানে ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এ জাতীয় আরো সংবাদ

২০৫০ সালে সর্বাধিক মুসলিম অধ্যুষিত দেশ হতে যাচ্ছে ভারত

আনসারুল হক

জম্মু-কাশ্মিরে প্রবল বৃষ্টিপাত ও বন্যায় ২২ জনের প্রাণহানি

আনসারুল হক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

নূর নিউজ