জামিনে মুক্তি পেলেন হেফাজত নেতা শাহীনুর পাশা চৌধুরী

হেফাজতের মামলায় আঁটক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি ও সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকাল ৫ টায় ব্রাহ্মণবাড়ীয়া কারাগার থেকে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন।

এদিকে মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর মুক্তির পর জেলগেটে ফুলেল শুভেচ্ছা জানান তার প্রতিষ্ঠিত জামিয়া দারুল কুরআন সিলেটের শিক্ষক ও জমিয়তের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, জমিয়ত নেতা মুফতি মাছুম আহমদ, মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা এহতেশামুল হক কাসেমী, সহকারী শিক্ষা সচিব ও মুহাদ্দিস মাওলানা সাইদুজ্জামান আল হায়দার, সিনিয়র শিক্ষক জগন্নাথপুর উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা এরশাদ খান আল হাবীব, সিলেট মহানগর যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা আসাদ আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি শেখ সামছুল ইসলাম প্রমুখ।

এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী গত রমজানে এতেকাফরত অবস্থায় গ্রেফতার হোন। প্রায় ৪ মাস পর মুক্তি পেলেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

হঠাৎ আওয়ামী লীগের কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত

নূর নিউজ

এ মাসেই একসঙ্গে তিনদিনের সরকারি ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

নূর নিউজ

ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে করা হয়নি’

নূর নিউজ