আগাম জামিন পেলেন সাংবাদিক শাকিল

নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলায় চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন একাত্তর টিভির বার্তাপ্রধান শাকিল আহমেদ। সোমবার (৮ নভেম্বর) বিকেলে এ আদেশ দেন বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে বাদী পক্ষের আইনজীবী আগাম জামিনের বিরোধিতা করেন। আসামি শাকিলের আইনজীবী সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা আগাম জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত চার সপ্তাহের আগাম জামিন দেন।

এ বিষয়ে বাদীর আইনজীবী এম সারোয়ার হোসেন বলেন, ‘হাইকোর্টের এই জামিন আদেশের বিরুদ্ধে আমরা আপিলে যাব।’

উল্লেখ্য, গত ৪ নভেম্বর রাতে নারী ও শিশু নির্যাতন আইনে শাকিলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ডা. তৃণা ইসলাম নামে এক নারী চিকিৎসক। মামলায় শাকিলের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগ এনেছেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে হাইকোর্টে রিট, আদেশ ২০ সেপ্টেম্বর

নূর নিউজ

হাইকোর্টে ৫৩ বেঞ্চ গঠন, কাজ শুরু করবেন নবনিযুক্ত ১১ বিচারপতিও

নূর নিউজ

র‌্যাবের অভিযানে পরীমনি ‘আটক’

আনসারুল হক