জুলাই-আগস্টে গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার করার পরই দেশের মানুষ নির্বাচন দেখতে চায়, এর আগে কোন নির্বাচন দেশের মানুষ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান।
আজ মঙ্গলবার (১ এপ্রিল) গাজীপুরে তার নিজ বাসভবনে ঈদ পরবর্তী নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘নোবেল জয়ী ডঃ মুহাম্মদ ইউনুসকে দেশের জন্য কাজ করতে যথেষ্ট সময় দিতে হবে, কারণ গত ১৬ বছর আওয়ামী লীগ দেশের প্রত্যেক সেক্টরকে ধ্বংস করে দিয়েছে।’
মাওলানা ফজলুর রহমান বলেন, ‘উপদেষ্টাদের মধ্যে কিছু ইসলাম বিদ্বেষী লোক আছেন যারা মাঝে মাঝে ভুলে যান এ দেশটা ৯২ ভাগ মুসলমানদের দেশ। এদেশে সংস্কৃতির নামে অপসংস্কৃতি মানুষ মেনে নেবে না।’
মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন বাসন থানা উলামা পরিষদ সভাপতি মাওলানা আলমগীর হুসাইন, সাধারন সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম, ইসলামী ঐক্যজোট বাসন থানা সভাপতি মাওলানা ফারুক হুসাইন, সাধারন সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, যুব নেতা মুফতি ফয়সাল আহমেদ, ইসলামী ছাত্র খেলাফত গাজীপুর মহানগর সভাপতি মাওলানা আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা মিনহাজুর রহমান, মুহাঃ শামিম আহমদ, মুহাঃ মাহফুজুর রহমান, মোঃ মাঈনুল ইসলাম, মুহাঃ সাজিদুর রহমান, মোঃ রাকিবুল ইসলাম, মহসিন আহমেদ, আনিসুর রহমান, তাহসিন, সিফাত প্রমুখ।