টিকা নেওয়ার এক মাস পর করোনায় মারা গেলেন সিলেটের এমপি সামাদ কয়েস

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সচিব জুলহাস আহমদ এ তথ্য জানিয়েছেন। সাংসদ সামাদ কয়েস গত ১০ ফেব্রুয়ারি সংসদ ভবন প্রাঙ্গনে করোনার টিকা নিয়েছিলেন।

তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসকরা সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীকে মৃত ঘোষণা করেন।

মাহমুদ উস সামাদ চৌধুরী সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য ছিলেন।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৮ মার্চ ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মাহমুদ উস সামাদ চৌধুরী।

এ জাতীয় আরো সংবাদ

হজযাত্রীদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

নূর নিউজ

শেরপুরে পাহাড়ি ঢলে শতাধিক গ্রাম প্লাবিত, ভেঙেছে দুই নদীর পাড়

নূর নিউজ

সংবাদ সম্মেলনে আল্লামা শফী অনুসারীদের পাঁচ দফা দাবি

আনসারুল হক