টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে দোয়া করেন প্রধানমন্ত্রী

বাসস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
আজ সকালে তিনি সেখানে ফাতেহা পাঠ করেন ও জাতির পিতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট গণহত্যার অন্যান্য শহীদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে সেখানে মোনাজাতে যোগ দেন।
শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় তাঁর দাদা শেখ লুৎফর রহমান ও দাদি শেখ সাহেরা খাতুনের কবরেও দোয়া করেন।

এ জাতীয় আরো সংবাদ

গোপন বৈঠকের অভিযোগে, বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ গ্রেফতার ৩৪

নূর নিউজ

মগবাজারের বিস্ফোরণে মাওলানা আরজে মুস্তাফিজের ইন্তেকাল

আনসারুল হক

ধোলাইখাল সংঘর্ষে সালাম-নিপুণসহ বিএনপির ৪২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নূর নিউজ