টেক্সাস বর্ডারে এক সপ্তাহে ৪৪০০ অভিবাসী গ্রেফতার

ডেল রিও সেক্টর বর্ডার পেট্রোল গত সাত দিনে ৪ হাজার ৪০০ অভিবাসী গ্রেফতার করেছে। গত সপ্তাহের তিন দিনের অভিযানে ২৭ টি মানবপাচারের কর্মকাণ্ড প্রতিহত করা হয়েছে। একই সাথে ১১ টি উদ্ধার কলে সাড়া দিয়েছে বর্ডার পেট্রোল।

চিফ পেট্রোল ওয়েন্সের টুইটার এ্যাকাউন্টে একটি ভিডিও টুইট করা হয়। যেখানে দেখা যায় এজেন্টরা রিও গ্রান্ডে একদল অভিবাসীকে উদ্ধার করতে সাহায্য করছেন। একজন এজেন্ট পানিতে নেমে অভিবাসীদের সাহায্য করছিল। এরপর অভিবাসীদের উদ্ধারে একটি রশি ছুড়ে দেয়া হয়।

এছাড়া তিনি মার্টিন লুথার কিং হলিডে উইকেন্ডে আসা অভিবাসীদের একটি ছবি তিনি টুইট করেন। তিন দিনের সপ্তাহান্তে এজেন্টরা প্রায় ৪৪০০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে।

এছাড়াও বর্ডার পেট্রোল এজেন্টরা ১১ টি উদ্ধার কলে সাড়া দেয় যার ১০ টি ছিল অভিবাসী উদ্ধার সম্পর্কে। এছাড়াও ২৭ টি মানবপাচার অভিযান থামানো হয়।

এ জাতীয় আরো সংবাদ

নোবেল পুরস্কারের জন্য মনোনীত ডোনাল্ড ট্রাম্প

আনসারুল হক

দাবানলে ছাই যুক্তরাষ্ট্রের টেক্সাসের কার্বন শহরের বিস্তীর্ণ অঞ্চল

নূর নিউজ

যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমণের বিশ্বরেকর্ড, আক্রান্ত ১১ লাখ

নূর নিউজ