ডিপো থেকে আরও ২ জনের লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে আরও দুজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এদের মধ্যে একজন ফায়ার সার্ভিসের কর্মী, অপরজন নিরাপত্তাকর্মী।

চট্টগ্রামের সীতাকুণ্ড রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হচ্ছে।

এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৩ জনে। এর মধ্যে ফায়ার সার্ভিসের ১০ কর্মী রয়েছেন। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ৩৯ জন। অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত ১৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ১০ টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এরপর রাসায়নিকের কনটেইনার একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে শুরু করলে দূর পর্যন্ত কেঁপে ওঠে।

এ জাতীয় আরো সংবাদ

রাতের তাপমাত্রা বাড়তে পারে, কমবে বৃষ্টি

নূর নিউজ

বাংলাদেশি ভেবে এবার নিজ দেশের নাগরিককে গুলি করে মারলো ভারতীয় বিএসএফ!

আলাউদ্দিন

রোহিঙ্গা ক্যাম্পে থমথমে পরিস্থিতি, ভয়াতঙ্কে মুহিববুল্লার পরিবার

নূর নিউজ