ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জন হাসপাতালে ভর্তি

দেশে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়ে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত ৪ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ডেঙ্গুতে নতুন করে কারো মৃত্যু হয়নি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৮ জন এবং অন্যান্য বিভাগে ১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ হাজার ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৭৫ জন এবং ঢাকার বাইরে ৪৯১ জন।

অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭৯ জন। এর মধ্যে ঢাকায় ৫০৯ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৪৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ জাতীয় আরো সংবাদ

ওমিক্রন ডেল্টার চেয়ে ভয়ংকর নয়: ড. বিজন

নূর নিউজ

টিআইবি স্বাস্থ্য খাত নিয়ে মিথ্যাচার করেছে : মন্ত্রী

আনসারুল হক

শীতে মুখের ঘা দূর করার ঘরোয়া উপায়

নূর নিউজ