ড. ইউনূস ও মোদির পাশাপাশি বসা ছবি ভাইরাল

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি চেয়ারে বসা একটি ছবি বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বর্তমানে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি দুজনেই বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে ব্যাঙ্ককে অবস্থান করছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, ড. ইউনূস ও মোদি একে অপরের পাশে বসে আছেন। শফিকুল আলম তার পোস্টে জানান, ছবিগুলি বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজের সময় তোলা।

ড. ইউনূস আজ বৃহস্পতিবার সকালে সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন এবং দুপুর ১২টায় ব্যাঙ্ককের সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছান। এখানে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই। বিকেলে স্থানীয় সময় তিনটায় ড. ইউনূস বিমসটেক ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দেন।

কনফারেন্সে তিনি তরুণদের উদ্দেশে বলেন, ‘নতুন সভ্যতা গড়তে হলে তরুণদের নতুন পথ বেছে নিতে হবে। চাকরির পেছনে না ঘুরে, তাদের উদ্যোক্তা হতে হবে।’

তিনি আরও বলেন, ‘তরুণরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। দেশ পরিবর্তন করতে চাইলে, পরিচালনার পদ্ধতিও পরিবর্তন করতে হবে। বিশ্ব পরিবর্তন করতে হলে, আগে নিজের গ্রাম থেকে পরিবর্তন শুরু করতে হবে।’

এ জাতীয় আরো সংবাদ

মুসলিম রাষ্ট্র মিসরেও হিজাব পরে বৈষম্যের শিকার নারীরা

নূর নিউজ

আফগানিস্তানে দ্রুত শান্তি প্রতিষ্ঠা জরুরি: এরদোগান

নূর নিউজ

ইন্দোনেশিয়ায় শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ

নূর নিউজ