তাইওয়ানকে অস্ত্র বেচতে কংগ্রেসের অনুমোদন চাইবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির কাছে প্রায় ১১০ কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রি করতে ইচ্ছুক প্রেসিডেন্ট বাইডেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে আলজাজিরা।
তাইওয়ানকে সরবরাহের জন্য সম্ভাব্য সামরিক সরঞ্জামের তালিকায় ৬০টি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ১০০টি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রও রয়েছে। সম্ভাব্য এই তালিকায় ৩৫৫ মিলিয়ন ডলারের ৬০টি এজিএম-৮৪এল হারপুন ব্লক ২ ক্ষেপণাস্ত্র, ৮৫ দশমিক ৬ মিলিয়ন ডলারের ১০০টি এআইএম-৯এক্স ব্লক ২ সাইডউইন্ডার ট্যাকটিক্যাল এয়ার টু এয়ার মিসাইল এবং ৬৫৫ দশমিক ৪ মিলিয়ন ডলারের একটি নজরদারি রাডার অন্তর্ভুক্ত রয়েছে।