তারেক রহমানের বক্তব্য প্রচারে আবারও হাইকোর্টের নিষেধাজ্ঞা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই আদেশ দেন।

সেইসঙ্গে তারেক রহমানের লন্ডনের ঠিকানা সংশোধন করে নতুন আবেদনের নির্দেশ দিয়েছে আদালত। ২০১৫ সালের এক রিট আবেদনে আইনের দৃষ্টিতে পলাতক তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করে হাইকোর্ট। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অনলাইনে বক্তব্য দেয়ায় ফের হাইকোর্টে আসেন রিটকারীরা। ওইদিন আদালতে রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী কামরুল ইসলাম আর তারেক রহমানের পক্ষে আইনজীবী ছিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। বিএনপির শীর্ষ নেতৃত্বকে রাজনীতি থেকে দূরে রাখতে সরকারের দূরভিসন্ধি বলে অভিযোগ করেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

সয়াবিন তেলের দাম বৃদ্ধি হাইকোর্টের নজরে, যে পরামর্শ দিলেন আদালত

নূর নিউজ

দ্বিতীয় দফায়ও করোনা পজিটিভ, ভালো আছেন খালেদা জিয়া

আনসারুল হক

আয় বেড়েছে আ.লীগের, কমেছে ব্যয়

নূর নিউজ