আজ (১৬ জানুয়ারী) মঙ্গলবার আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে পঞ্চগড় জেলায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে তাহাফফুজে খতমে নবুওয়ত পঞ্চগড় জেলা কমিটির সভাপতি মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শিব্বির আহমাদ কাসেমী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কয়েকদিন ধরে কুয়াশায় দিনভর সূর্যের দেখা তেমন একটা মিলছে না পঞ্চগড়ে। সন্ধ্যার পরেই নেমে আসছে তাপমাত্রার পারদ। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কনকনে ঠান্ডায় বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবি মানুষেরা। প্রচন্ড শীত উপেক্ষা করেই তাদের বের হতে হচ্ছে কাজের খোঁজে। সেই সব শীতার্ত মানুষের পাশে দাঁড়াতেই আজ আমরা আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি পঞ্চগড় জেলার জেলা মারকাজ মসজিদ, শাকোয়া, শালডাংগা, মাড়েয়া, রুহিয়া, হাড়িভাসা ও চাকলা ইউনিয়নের শীতার্ত সাত শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছি।
তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে আমাদের সকলেরই উচিত এ সকল অসহায় মানুষের পাশে এগিয়ে আশা এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। দেশব্যাপী তীব্র শীতের এই সময়ে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গ ও তাহাফফুজে খতমে নবুওয়তের সকল জনশক্তির প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ পঞ্চগড় জেলা কমিটির উপদেষ্টা মাওলানা মাহমুদুল আলম, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক মুসা, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ শাহিনুর রহমান, ক্বারী আব্দুল্লাহ, মাওলানা রায়হান লায়েক, মাওলানা জুবায়ের মাহমুদ, মাওলানা আকবর হুসাইন, মাওলানা আশিক ইমতিয়াজ, হাফেজ সাহিনুর রহমান, মাওলানা শফিউল আলম, মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ মাহদী হাসান প্রমূখ।