তুরস্ক ও ইউক্রেনের কূটনৈতিক সম্পর্ক জোরালো, বলছে তুরস্ক

তুরস্কের সঙ্গে ইউক্রেনের কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর গড়িয়েছে। বৃহস্পতিবার এ সম্পর্কের ৩০ বছর পূর্তি হয়েছে। খবর ইয়ানি শাফাকের।

এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয়ে বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেনের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক তাৎপর্যপূর্ণভাবে এগিয়েছে। আমাদের পারস্পরিক আস্থা, বিশ্বাসযোগ্যতা বেড়েছে। একই সঙ্গে দুই দেশেরই অনেক ক্ষেত্রে কমন ইন্টারেস্টস (উভয়ের স্বার্থ) রয়েছে।

একই সঙ্গে বর্তমানে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি স্ট্রাটেজিক পার্টনারশিপের বিষয়টি উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে তুরস্ক সমর্থন করে।

যৌথভাবে আমরা নিজেদের সুরক্ষার পাশাপাশি আমাদের অধিকার বজায় রাখতে সহায়ক হবে। ক্রিমিয়ার অবৈধ বসতিকে তুরস্ক স্বীকৃতি দেয়নি।

গত বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান রাষ্ট্রীয় সফরে ইউক্রেন যান। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন।

এ জাতীয় আরো সংবাদ

এবার ডেনমারকে পবিত্র কুরআনে আগুন দিল এক যুবক

নূর নিউজ

কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষুব্ধ ও বিরক্ত পোপ

নূর নিউজ

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আবারও কৃষ্ণাঙ্গ হত্যা, হাজারো মানুষের বিক্ষোভ

নূর নিউজ