তুষারপাতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, ৫০ বছরের রেকর্ড ভাঙল

তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্য। বিশেষ করে দেশটির ক্যালিফোর্নিয়া রাজ্যে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এই রাজ্যে চলতি মাসের তুষারপাত গেল ৫০ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেক তাহো এলাকায় ২০০ দুই দশমিক দুই ইঞ্চি পর্যন্ত বরফের স্তর রেকর্ড করা হয়েছে। যা বিগত ৫০ বছরের রেকর্ড ভেঙেছে।

সবশেষ ১৯৭০ সালে ১৭৯ ইঞ্চি পর্যন্ত বরফের স্তর রেকর্ড করা হয়েছিল।

এদিকে ভারি তুষারপাতের কবলে পড়েছে জাপান এবং চীনও। তুষারপাতে রাস্তাঘাট ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। পাছপালা, ঘরবাড়ি রাস্তাঘাটে জমেছে বরফের পুরু স্তর। পরিচ্ছন্নকর্মীদের পাশাপাশি স্থানীয়রাও পরিষ্কার করছেন আশপাশের রাস্তাঘাট।

সূত্র: ইউএসএ টুডে

এ জাতীয় আরো সংবাদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়লো ৫১ হাজার একর বন

নূর নিউজ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লেকে ঘুরতে গিয়ে নোয়াখালীর মিমের মৃত্যু

নূর নিউজ

যুক্তরাষ্ট্রের ১২ অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে দাবানল

আনসারুল হক