দক্ষিণ কোরিয়ার মাঝ আকাশে ২ বিমানের সংঘর্ষ, ৩ পাইলট নিহত

দক্ষিণ কোরিয়ায় বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমানের মাঝ আকাশে সংঘর্ষ হয়েছে। এতে তিন পাইলট নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার সকাল ১০টা ৩৭ মিনিটে প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

দেশটির দক্ষিণ-পূর্ব শহর সাচিওনের বিমানঘাঁটি কেটি-১ বিমানঘাঁটি থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণে ঘটে এ দুর্ঘটনা। সেখানে ৩০ জনের বেশি দমকলকর্মী ও উদ্ধারকর্মী অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন বলে জানা গেছে।

দেশটির বিমানবাহিনীর বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, এ ঘটনায় তিনজন মারা গেছেন এবং একজন আহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনা ও এর ক্ষতির কারণ নির্ধারণের জন্য একটি দল গঠন করা হয়েছে বলেও জানায় তারা।

এ জাতীয় আরো সংবাদ

গাজায় ইসরায়েলী হামলায় বেশ কয়েকজন ত্রাণকর্মী নিহত

নূর নিউজ

তুরস্ক সফরে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী, আলোচনা হবে যেসব বিষয়ে

নূর নিউজ

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দনপত্র পৌঁছে দিয়েছেন হাইকমিশনার

নূর নিউজ