দান-সদকা সম্পর্কিত কয়েকটি মূল্যবান হাদীস

সাধ্য অনুযায়ী দান করতে হবে

আসমা বিনতু আবু বকর (রা.) থেকে বর্ণিত, তিনি একসময় নবী (সা.)-এর কাছে উপস্থিত হলে তিনি তাঁকে বলেন, তুমি সম্পদ জমা করে রেখো না, এরূপ করলে আল্লাহ তোমার থেকে তা আটকে রাখবেন। কাজেই সাধ্যানুসারে দান করতে থাকো। (বুখারি, হাদিস : ১৪৩৪)

স্বামীর সম্পদ থেকে সদকা করা

আয়েশা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, স্ত্রী তার স্বামীর খাদ্যসামগ্রী হতে বিপর্যয়ের উদ্দেশ্য ব্যতীত সদকা করলে সে সদকা করার সওয়াব পাবে, উপার্জন করার কারণে স্বামীও এর সওয়াব পাবে এবং খাজাঞ্চিও অনুরূপ সওয়াব পাবে। (বুখারি, হাদিস : ১৪৩৭)

প্রতিদিন অল্প হলেও সদকা করা উচিত

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন। তাঁদের একজন বলেন, হে আল্লাহ, দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন আর অপরজন বলেন, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। (বুখারি, হাদিস : ১৪৪২)

 

এ জাতীয় আরো সংবাদ

সকাল সকাল কাজে যাওয়া নিয়ে মহানবী (সা.) এর নির্দেশিকা

নূর নিউজ

এই গরমে যে ৩টি আমল করতে পারেন

নূর নিউজ

রমজানের শিক্ষা পুরো বছর কাজে লাগানোর উপায়

নূর নিউজ