দীনিয়াত বধির মাদ্রাসা পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্র প্রবাসী মুফতি মুহাম্মাদ ইসমাইল

সুফিয়ান ফারাবী, প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ইসলামিক সেন্টার আন নূর কালচারাল সেন্টারের পরিচালক মুফতি মুহাম্মাদ ইসমাইল ঢাকায় অবস্থিত ‘দীনিয়াত বধির মাদ্রাসা’ পরিদর্শন করেছেন।

গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর মাতুয়াইলে অবস্থিত দীনিয়াত বধির মাদ্রাসা পরিদর্শন শেষে উপস্থিত বধিরদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ এমন এক স্থানে আমি বক্তব্য প্রদান করছি এবং এমন কিছু মানুষের উদ্দেশ্যে আমার হৃদয়ের কথা তুলে ধরছি, যারা আমার কথা বুঝতে পারছেন কিনা সেটাও আমি জানতে পারছি না। আমার হৃদয়ের কথাগুলো তাদের উদ্দেশ্যে যারা সরাসরি আমার আকুতি কিংবা পরামর্শ বুঝতে পারছেন না।

আপনাদের মধ্যে যারা বধির তথা কানে শুনতে পান না এবং মুখে কথা বলতে পারেন না তাদেরকে আল্লাহ দুই ধরনের পাপ থেকে মুক্ত রেখেছেন (আলহামদুলিল্লাহ)।

হাদিসের রেওয়ায়েত অনুযায়ী, কিয়ামতের দিন দেখা যাবে আমরা যত পাপ করেছি তার অধিকাংশ সংগঠিত হয়েছে চোখ ও মুখের দ্বারা। অর্থাৎ আমরা মুখের দ্বারা এমন কিছু পাপ প্রতিনিয়ত করছি যেগুলো সম্পর্কে ময়দানে মাহশারে আমাদের জবাবদিহি করতে হবে। এই দুটি অঙ্গ দ্বারা আমরা সবচেয়ে বেশি গুনাহে জড়িত থাকি।

আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাদেরকে সে সব গুনাহ থেকে মুক্ত রাখার উদ্দেশ্যেই আপনাদের শ্রবণ ও কথনের শক্তি দেন নি। সুতরাং এই দুই অঙ্গের গুনাহ থেকে আশা করি আপনারা মুক্ত।

তিনি বলেন, এটাকে আমরা নেয়ামত মনে করি যে আমাদের বাকশক্তি ও শ্রবণশক্তি আছে। কিন্তু আমরা আমরা এই দুই অঙ্গের হেফাজত করতে পারছি কিনা বা কতটা পারছি এটাই আল্লাহ রাব্বুল আলামীন বিবেচনা করবেন।

আমি জেনে আনন্দিত হচ্ছি যে আপনারা এই মাদ্রাসাটিতে ইসলাম সম্পর্কে জানতে পারছেন এবং জীবন পরিচালনার যাবতীয় ইসলামিক জ্ঞান রপ্ত করতে পারছেন। মাশাল্লাহ আপনাদের অনেকেই আপনাদের ভাষায় পবিত্র কোরআন পাঠ করতে পারছেন। এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে (!)। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালোবেসেছেন বলেই বাকশক্তি ছাড়াই আল্লাহর কালাম তেলাওয়াত করার তাওফীক দান করেছেন। আপনাদের তেলাওয়াত শুধুমাত্র মহান আল্লাহ পাক শুনতে পান। আমরা যারা কথা বলতে পারি তাদের তেলাওয়াত সবার জন্য। ‌ আপনারা যারা বাকশক্তিহীন তাদের তেলাওয়াত শুধুমাত্র মহান সৃষ্টিকর্তার জন্য। সুতরাং বাকশক্তিহীনতাকে আমরা মহান আল্লাহর নেয়ামত হিসেবেই বিবেচনা করতে চাই।

দীনিয়াত বধির মাদ্রাসা পরিদর্শনকালে মুফতি মোহাম্মদ ইসমাইলের সঙ্গে ছিলেন দীনিয়াত বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সালমান আহমদ, মুফতি মাসুম বিল্লাহ ও মোহাম্মদ ইসহাকসহ প্রমূখ ব্যক্তিবর্গ।

এ জাতীয় আরো সংবাদ

অবশেষে ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির আভাস

নূর নিউজ

ঈদে ঘরমুখো মানুষের ঢল

নূর নিউজ

আজ থেকে শুরু বিএনপির তিন দিনের গণসংযোগ

নূর নিউজ