ভ্যাকসিন সার্টিফিকেটে মোদির ছবি, ভুয়া মনে করছে বিভিন্ন দেশের ইমিগ্রেশন

বিশ্বের আর কোনো দেশে কোভিড-১৯ এর টিকা সনদে সে দেশের প্রধানমন্ত্রীর ছবি আছে কিনা আমার জানা নেই। কারো জানা থাকলে জানাবেন।

ব্যাপক হাসাহাসি এবং সমালোচনার মুখে পার্লামেন্টে এ নিয়ে প্রশ্ন উঠলে ভারতের স্বাস্থ্যমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার জবাব দিয়েছেন, টিকার পরেও মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন সেজন্যই সতর্কবাণী ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত টিকা সনদ ছাপানো হয়েছে।

এই সনদ নিয়ে বিভিন্ন দেশের ইমিগ্রেশনে সন্দেহ ও দ্বিধাও তৈরি হয়েছে। কোথাও এই সার্টিফিকেট জাল, কোথাও ভুয়া বলে ধরে নেয়া হয়েছে। এ নিয়ে হাসিঠাট্টাও কম হয়নি।

টিকার টাকা দিল জনগণ, আর ছবি দিল নরেন্দ্র মোদী। এদিকে মোদীর জন্মদিন উপলক্ষ্যে ভারতজুড়ে ২০ দিনের বিশাল আয়োজন চলছে।

ভারতের জাতির পিতা হওয়া তো সম্ভব না, মোদী হয়তো হিন্দুত্ববাদী জাতির কাকা বা মামা হওয়ার চেষ্টা করছেন।

কিন্তু এ ধরনের প্রোপাগান্ডার ফল কি দীর্ঘস্থায়ী হয়? ইতিহাস কী বলে?

লিখেছেন ডয়চে ভেলে বাংলা বিভাগের অনুপাম দেব

#অনুতর্ক

এ জাতীয় আরো সংবাদ

২৮ মে পশ্চিমাদের জবাব দেবে তুরস্ক: এরদোগান

নূর নিউজ

মালদ্বীপে তারাবির পড়িয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশি হাফেজ কামরুল

নূর নিউজ

তালিবানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে রাশিয়া

নূর নিউজ