দ্বিতীয় ডোজ টিকা পেলেন সোয়া ৩ কোটি মানুষ

করোনা প্রতিরোধক টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৬১৭ জন। এরমধ্যে রয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্না এবং চীনের তৈরি সিনোফার্ম।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে আজ (১১ নভেম্বর) করোনা টিকার ১২ লাখ ৪৫ হাজার ১৭০ ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৯ লাখ ৭০ হাজার ২৫৮ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৯১২ জন।

এখন পর্যন্ত মোট ৮ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার ৩২২ ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। তারমধ্যে ৫ কোটি ১১ লাখ ২১ হাজার ৭০৫ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৬১৭ জন।

এছাড়া ৬ কোটি ৫৯ লাখ ৭৫ হাজার ৩৯২ জন এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ জাতীয় আরো সংবাদ

পাবলিক পরীক্ষায় ইসলামী শিক্ষা না রেখে গুরুত্বহীন করে দিয়েছে সরকার

নূর নিউজ

প্রধানমন্ত্রীকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের অভিনন্দন

নূর নিউজ

নিজ বিশ্ববিদ্যালয়ে তারাবি পড়িয়ে প্রশংসায় ভাসছেন জাহাঙ্গীরনগরের দুই হাফেজ শিক্ষার্থী

নূর নিউজ