সারা দেশে নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে নগদ অর্থ ও বাড়ি করে দেওয়া হবে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
শুক্রবার ( ১০ সেপ্টম্বর) দুপুরে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় লোকজনের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসময় আরও বলেন, নদী ভাঙন এলাকায় ইতি মধ্যে টিন ও নগদ অর্থ পাঠানো হয়েছে এবং ঘরের তালিকা প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তালিকা পাঠানো হবে তিনি তাদেরকে ঘর করে দিবেন উল্লেখ করে তিনি আরও বলেন, সারা দেশে বন্যার পানি কমে গেছে এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নগদ নয় কোটি টাকা প্রদান করা হয়েছে ও প্রত্যেক জেলায় দুই হাজার করে শুকনো খাবার প্যাকেট ও শিশু খাদ্যের জন্য নগদ দুই কোটি ও গো খাদ্যের জন্য দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এসময় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার জিতু ও শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন জয়সহ অনেকে উপস্থিত ছিলেন।