নানা আয়োজনের মধ্য দিয়ে লম্বরীপাড়া দারুল কোরআন একাডেমীতে স্বাধীনতা দিবস উদযাপিত

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমী, হিফজখানা ও এতিমখানা।

এ উপলক্ষ্যে কর্মসূচীর মধ্যে ছিল, তিলাওয়াতে কুরআন, জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও দু’আ মাহফিল।
হাতে হাতে লাল -সবুজ জাতীয় পতাকা, দেশাত্মবোধক নানা স্লোগানে মুখরিত কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‍্যালী গ্রামবাসীর মাঝে দেশপ্রেমের প্রেরণা সঞ্চার করে।
র‍্যালীপূর্ব আলোচনা সভা ও দু’আ মাহফিলে সভাপতিত্ব করেন, একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
সভাপতির বক্তব্যে তিনি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য ও দেশপ্রেম বিষয়ে কেমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিশুতোষ আলোচনা করেন।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, শিক্ষক মাওলানা হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা হাফেজ মাহদী হাসান প্রমুখ।
দু’আ মাহফিলে নিষ্পাপ শিশু ছাত্র-ছাত্রীদের নিয়ে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদানের রুহের মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

মহানবী ও আম্মাজান আয়েশাকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে শুক্রবার সারাদেশে বিক্ষোভ

নূর নিউজ

গাজীপুরকে দুর্নীতি ও দূষণমুক্ত, পরিকল্পিত নগরী করে গড়ে তোলার ঘোষণা গাজী আতাউর রহমানের

নূর নিউজ

সিলেবাস কমানোর দাবিতে সড়ক অবরোধ করলো এসএসসি পরীক্ষার্থীরা

আলাউদ্দিন