নিউইয়র্কে মান্নান হালাল সুপার মার্কেটে ডাকাতি

নিউইয়র্ক প্রতিনিধি:

নিউইয়র্কের ওজনপার্কে মান্নান হালাল সুপারমার্কেটে আকস্মিক ডাকাতি সংঘটিত হয়েছে। গত ১লা অক্টোবর বৃহস্পতিবার রাত দশটার কিছুক্ষণ পর কৃষ্ণাঙ্গ ডাকাতের একটি সংঘবদ্ধ দল ভিতরে ঢুকে বন্দুক তাক করে দোকানের দু’টি ক্যাশ থেকে বড় অংকের নগদ ডলার ছিনিয়ে নিয়ে যায়।তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শী একজন ৯১১নম্বরে কল দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় কমিউনিটির সর্বত্র আতঙ্ক বিরাজ করেছে।

গত কয়েক মাস থেকে নিউইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় মানুষ দিশাহারা হয়ে পড়েছে। সবার একই কথা, কমিউনিটির নেতৃবৃন্দকে আরো সজাগ ও সচেতন হতে হবে এবং ওদের বিরুদ্ধ ঐক্যবদ্ধ হয়ে জোরালো আন্দোলন গড়ে তুলতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

চার শর্তে ইউএস ভিসা লটারি প্রোগ্রামে আবেদন করতে পারবেন কুয়েত প্রবাসীরা

নূর নিউজ

টেক্সাসের বিরুদ্ধে মামলা করলো বাইডেন প্রশাসন

নূর নিউজ

গণকমিশনের বিরুদ্ধে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বরাবর প্রবাসী আলেমদের স্মারকলিপি

নূর নিউজ