নিউইয়র্কের সাবওয়েতে গুলি, নিহত এক

মার্কিন যুক্তরাষ্ট্রে গুলির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সাবওয়েতেও ধারাবাহিকভাবে হামলার ঘটনা ঘটছে। সর্বশেষ এমন ঘটনা ঘটেছে রোববার রাতে। নিউইয়র্কের সাবওয়েতে এলোপাথাড়ি গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, নিউইয়র্ক সিটির সাবওয়েতে ম্যানহাটন স্টেশন ছাড়ার পর ট্রেনে থাকা অবস্থায় বুকে গুলি লেগে মারাত্মক আহত হন ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি। পরে পরবর্তী স্টেশনে আসলে বন্দুকধারী পালিয়ে যান।

নিউইয়র্ক পুলিশের বিভাগীয় প্রধান কেনেথ কোরি সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তি একই ট্রেনে উঠেছিলেন। ট্রেনটি ম্যানহাটন ব্রিজ অতিক্রম করার সময় উসকানি ছাড়াই একটি বন্দুক বের করে এবং শিকারের দিকে গুলি চালায়।’

খবরে বলা হয়েছে, বন্দুকধারী ভারী পোশাক পরে ছিলেন এবং তিনি “গাঢ় চামড়ার” দাড়িওয়ালা ব্যক্তি। তার পরনে একটি হুডযুক্ত সোয়েটশার্ট, ধূসর সোয়েট প্যান্ট এবং সাদা স্নিকার্স। ট্রেনটি ক্যানাল স্ট্রিট স্টেশনে আসলে তিনি পালিয়ে যান।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের পরিচয় মেলেনি। অপরদিকে মৃত ব্যক্তিরও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। রাত ১১:৪০ মিনিটে গুলিবিদ্ধ হওয়ার পর বেলভিউ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল টুইটারে বলেছেন, ‘ভুক্তভোগীর পরিবারের জন্য আমার হৃদয় ভেঙ্গে যায়। প্রত্যেকেই আমাদের সাবওয়েতে নিরাপদ বোধ করার যোগ্য। আমি এটিকে বাস্তবে পরিণত করার জন্য লড়াই চালিয়ে যাব।’

নিউইয়র্ক সিটিতে সহিংসতার মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া সাবওয়েতে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। সম্প্রতি বেশ কয়েকটি এমন ঘটনায় কয়েকজন হতাহত হয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

গর্ভপাত ইস্যু, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতিদের ফাঁস হওয়া খসড়া প্রস্তাবে তোলপাড়

নূর নিউজ

কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে ঋণ খেলাপি হতে দেয়া হবে না: বাইডেন

নূর নিউজ

যুক্তরাষ্ট্র-কানাডায় তুষারঝড়, বিদ্যুৎবিচ্ছিন্ন দেড় লাখ মানুষ

নূর নিউজ